সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিনিয়োগ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, এক হচ্ছে ছয় প্রতিষ্ঠান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ

ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সহজ ও কার্যকর করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে একাধিক ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি রয়েছে, যার ফলে কাজের পুনরাবৃত্তি ও সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে ছয়টি সংস্থাকে একীভূত করার একটি প্রস্তাব আগের গভর্নিং বোর্ড সভায় উত্থাপন করা হয়। পরে এ বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়, যেখানে বিভিন্ন উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অ্যাটর্নি জেনারেল ছিলেন।

তিনি আরও বলেন, উপদেষ্টা কমিটি নীতিগতভাবে একীভূতকরণে সম্মতি দিয়েছে। তবে এটি আপাতত একটি সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।

একীভূতকরণ প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে একটি প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন সংস্থার কাঠামো নির্ধারণে একটি স্বাধীন তৃতীয় পক্ষের কনসালট্যান্ট নিয়োগ করা হবে, যাতে ছয়টি সংস্থার কোনোটি আলাদা সুবিধা বা বিশেষ ট্রিটমেন্ট না পায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত