মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় কথা বলছে একটি দল: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ

বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশের উন্নয়ন বিএনপির তুলে ধরে এই বিভাগের ২৪টি আসনে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে তারেক রহমানের জনসভায় অংশ নিতে এই বিভাগের চারটি জেলার মানুষ সকাল থেকেই হাজির হোন নগরীর এই মাঠে। তপ্তরোদ উপেক্ষা করে সব বয়সী নারী- পুরুষে পূর্ণ হয় মাঠ।

সাড়ে তিনটার কিছু পরে স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে উপস্থিত হোন তারেক রহমান।

বক্তব্যে বিএনপি চেয়ারম্যান  তুলে ধরেন এই ময়মসিংহ এলাকার সমস্যা, সম্ভাবনা ও সমাধানে তার দলের পরিকল্পনার কথা

বলেন, ভোটের অধিকার হরণের মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছিলো স্বৈরাচারী সরকার।

পরে দেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান এবং ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের জন্যও ভোট চান তিনি।

এদিকে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে তারেক রহমানের ৩১ দফার স্বপ্ন পূরণ করা হবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বৃহত্তর ময়মনসিংহের নেতা-কর্মীরা। আর প্রার্থীরা বলছেন, এবার তারেক রহমানকে উপহার দেওয়া হবে এই বিভাগের ২৪ টি আসনই।

সর্বশেষ - আইন-আদালত