মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গণভোটের পক্ষ-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা: ইসি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা দায়িত্ব পালন করবেন তাদের গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা না চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ইসি আনোয়ারুল বলেন, গণভোটে নির্বাচনী কর্মকর্তারা হ্যাঁ বা না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। রিটার্নিং অফিসার কোনো পক্ষের হয়ে কাজ করতে পারবেন না।

তিনি আরও বলেন, কমিশনের উপর শতভাগ আস্থা রেখেই এবার ভোট কেন্দ্রে আসবেন ভোটাররা এবং নির্বাচন ঘিরে সব আশঙ্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে ইসি।

এদিকে এখন পর্যন্ত ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি ভঙ্গ হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ নিয়ে মামলা হয়েছে ৯৪টি আর জরিমানা আদায় হয়েছে ৯ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের আচরণবিধি পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, কমিশন কোনো শংকায় কান না দিয়ে বরং ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়া চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

সর্বশেষ - আইন-আদালত