স্পেনে বসবাসরত অনিয়মিত বা অবৈধ অভিবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেসের নেতৃত্বাধীন স্পেন সরকার পাঁচ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই সংক্রান্ত রয়্যাল ডিক্রি জারি হওয়ার কথা রয়েছে। এটি গত দুই দশকের মধ্যে স্পেনে অভিবাসীদের নিয়মিত করার সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন নীতিমালা অনুযায়ী, যারা ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে থেকে স্পেনে বসবাস করছেন, তারা সরাসরি বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের অন্তত টানা পাঁচ মাস স্পেনে থাকার প্রমাণ দিতে হবে। শর্ত পূরণের পর প্রথমে এক বছরের সাময়িক রেসিডেন্স পারমিট দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। এই পারমিট পাওয়ার সাথে সাথেই তারা বৈধভাবে কাজ করতে পারবেন এবং দেশটির উন্নত স্বাস্থ্যসেবা ও সোশ্যাল সিকিউরিটি সুবিধা গ্রহণ করতে পারবেন।
সরকারের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও অভিবাসী সংগঠন। স্পেন সরকারের দাবি, বিপুল সংখ্যক মানুষকে মূলধারায় ফিরিয়ে আনলে শ্রমশোষণ কমবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতিশীলতা সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে দেশের জিডিপি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এই পদক্ষেপের মাধ্যমে পাঁচ লাখেরও বেশি মানুষ এখন স্পেনে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক খাতের মধ্যে থাকা অভিবাসীরা এবার মূলধারায় এসে বসবাস ও কাজ করতে পারবেন, যা তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
স্পেনে এই উদ্যোগকে ইতিহাসসৃষ্ট হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি অভিবাসী নীতি সংস্কারের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। দেশটির সরকার আশা করছে, এই পরিবর্তনের ফলে অভিবাসীরা সমাজে আরও সক্রিয়ভাবে অবদান রাখতে পারবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশের উন্নয়নে অংশীদার হবে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস


















