বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছে বিএনপি, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, বিএনপি কর্মী-সমর্থকরা তার নির্বাচনী প্রতীক ‘কেটলি’ মার্কার প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী তার প্রার্থিতা বাতিল করতে ঋণখেলাপিসহ নানা অজুহাতে মব তৈরি করেছিলেন। অথচ একই কাগজপত্রে ঢাকা-১৮ আসনে তার প্রার্থিতা বৈধ হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে শিবগঞ্জে ‘মামলা বাণিজ্য’ শুরু হয়েছে এবং তার সমর্থকদের মামলা ও হুমকির মাধ্যমে কোণঠাসা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না জানান, শুরুতে বিএনপির সঙ্গে তার সমঝোতা হয়েছিল এবং তারা তাকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণাও করেছিল। কিন্তু পরে তারা অন্য একজনকে মনোনয়ন দেয়। প্রত্যাহারের কথা থাকলেও বিএনপি তা করেনি। এখন সেই প্রার্থীর অনুসারীরাই তার প্রচারণায় বাধা দিচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা প্রচারে বের হলে তাদের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তারা ভয়ে বের হতে পারছেন না।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার ভাই মুশফিকুর রহমান আন্না, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা এবং নাগরিক পার্টি শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এনামুল হক সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত