ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী প্রায় আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্বামী ওমর সানীর সঙ্গে বিচ্ছেদের গুজব বারবার উঠে আসছে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মৌসুমীর সঙ্গে অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিয়ে সংক্রান্ত খবর।
এই গুজব নিয়ে বিব্রত অভিনেতা হাসান জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, মৌসুমী ও তার সম্পর্কে মিথ্যা খবর ছড়ানোর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তিনি বলেন, “আমি এখনও আইনি পদক্ষেপ নিইনি, তবে নেব। মৌসুমী ও আমি নাকি বিয়ে করেছি এমন সংবাদ পুরোপুরি অসত্য এবং আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। কিছু পত্রিকা ও ইউটিউব চ্যানেল শুধুই ভিউ বাড়ানোর উদ্দেশ্যে আমাদের নিয়ে সংবাদ করেছে, যা আমরা মেনে নিতে পারি না।”
তিনি আরও বলেন, “যাদের শুধু ভিউ প্রয়োজন, তারা আমাদের মর্যাদা ও আবহনার দিকে কোনো মনোযোগ দেয়নি। মৌসুমীর বিকল্প নেই। শাবানা ম্যাডামের পরে ঢাকাই সিনেমায় একজনই এসেছে, যিনি মৌসুমীর অবস্থান দখল করেছেন। মৌসুমীর প্রতিভা আল্লাহ প্রদত্ত। আমি তাকে সহশিল্পী হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করি।”
হাসান জাহাঙ্গীর জানান, গুজব রটনার ফলে তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন ফোন করে জানতে চাইছেন সত্যিই তিনি মৌসুমীকে বিয়ে করেছেন কি না। তিনি বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে আমাদের ছবি বানিয়ে স্বামী-স্ত্রী হিসেবে দেখানো হচ্ছে। এটি শুধু আমাদের ব্যক্তিগত মর্যাদার ক্ষতি করছে না, বরং অসংখ্য মানুষকে বিভ্রান্ত করছে। শুধু ভিউয়ের জন্য এমন সংবাদ ছড়ানো ঠিক নয়।”
অভিনেতা আরও বলেন, “এই গুজব শুধুই বাংলাদেশ থেকে নয়, অন্যান্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রতিবাদ জানাব। পাশাপাশি সাইবার সুরক্ষা আইনের আওতায় ১০ কোটি টাকার মানহানি মামলা করব। যদি এর পরেও কেউ আমাদের সম্পর্কে মিথ্যা সংবাদ বা ভিডিও প্রকাশ করে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
মৌসুমীর সঙ্গে হাসান জাহাঙ্গীরের বিয়ে সংক্রান্ত যে কোনো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তারা উভয়েই এ ধরনের মিথ্যা খবরের ব্যাপারে সোচ্চার ও আইনি হুঁশিয়ারি দিয়েছেন। গুজব রটনার বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন হাসান, যাতে ব্যক্তিগত মর্যাদা এবং সুনাম রক্ষিত থাকে।


















