শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৭৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮০

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৯, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ব্যাপক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত ৮০ জন। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের শীর্ষ নির্বাহী শুক্রবার (২৯ নভেম্বর) সুহারিয়ান্তো এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

মৌসুমি ঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া এবং টানা বৃষ্টি হয়েছে সুমাত্রা দ্বীপে। আজ (শুক্রবার) থেকে যদিও বৃষ্টিপাতের মাত্রা কমেছে কিন্তু আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। আচেহ এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা কবলিত অনেক এলাকায় এখনও পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

ঝড়-বৃষ্টির জেরে ৪ লাখ ৭৩ হাজার ৪৮১ কিলোমিটার আয়তনে এই দ্বীপটির বহু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকা ডুবে আছে সাড়ে তিন ফুট পানির নিচে। নিরাপদ আশ্রয়ের উদ্দেশে বাড়িঘর ছেড়ে ছুটছেন হাজার হাজার পরিবার।

বন্যা-ভূমিধসের কারণে দ্বীপের অনেক অঞ্চলে রাস্তা-ঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেসব এলাকার দুর্গত লোকজনকে উদ্ধারে এবং ত্রাণ তৎপরতা পরিচালনা করতে বিমান বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের মুখপাত্র আবদুল মুহারি।

সর্বশেষ - আইন-আদালত