ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দুইটায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজশাহীর সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।
বলেন, বরেন্দ্র প্রকল্পে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু এই প্রকল্প ধামাচাপা দেওয়া হয়েছে, এটি আবারও চালু করা হবে। এমনকি ক্ষমতায় দেলে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দেবে বিএনপি।
তারেক রহমান বলেন, পদ্মা, তিস্তাসহ নদীগুলোতে পানি নেই। শিক্ষানুরাগী রাজশাহীর মানুষ কর্মসংস্থান নেই। আইটি সেক্টরে কাজ নেই। এসব বিষয়ে নজর দিতে হবে। নদীতে পানি নেই সেদিকে নজর দিতে হবে।
জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, খাল খননসহ পদ্মা ব্যারেজের কাজে হাত দিতে চায় বিএনপি। এজন্য ধানের শীষে ভোট দিন।
আইটি পার্ক সচল করে শিক্ষিত মানুষের কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, ভোকেশনাল ইন্সটিটিউট তৈরি করে দক্ষ জনশক্তি তৈরি করার পরিকল্পনা আছে বিএনপির। নারীদের শিক্ষিত করার পাশাপাশি সাবলম্বী করতে হবে, যে জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দল-মত নির্বিশেষে সবাই এটি পাবে।
কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে মন্তব্য করে বিএনপির এই সর্বোচ্চ নেতা বলেন, তাদের সহযোগিতার জন্য কৃষি কার্ড করা হবে। ব্যাংক ঋণ, বীজ, পৌঁছে কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। এমনকি ১২ তারিখে বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদসহ মৌকুফ করা হবে।
বিএনপি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীতে বিষেশায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। যেন দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না হয়। কৃষকদের তালিকা করে বিশেষ সহায়তা দেওয়া হবে।
জনগণের প্রকল্প বাস্তবায়নে গণতন্ত্র ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে মেগা প্রজেক্ট হবে, কিন্তু জনগণের কোনো লাভ হবে না। জবাবদিহিতা মূলক সরকার হতে হবে। এতোদিন ছিলোনা বরেই দুর্নীতি-অনাচার হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে এসব অবস্থার পরিবর্তন করতে হবে।
বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া, ফ্যাসাদে যেতে চায় না মন্তব্য করে তিনি বলেন, সমালোচনায় পেট ভরবে না। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সরকার সঠিক তদন্ত করুক। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চায় বিএনপি।
গত তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি, যারা অধিকার কেড়ে নিয়েছে তারা পালিয়েছে। এখন আরেকটি মহল নির্বাচন বাধাগ্রস্থ করতে চায়, ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন বানচাল করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারাই গণতন্ত্রে বিশ্বাসী তাদের সঙ্গে বিএনপি আছে।
১২ তারিখ ধানের শীষের বিজয় হলে ১৩ তারিখ থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে। এখন সময় দেশ গড়ার, সবার আগে বাংলাদেশ।
এদিন দুপুর সোয়া ১২টায় তারেক রহমান বিমানযোগে পদ্মা পাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর দুপুর ২টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।


















