শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৯, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

ড. আমিন জানান, লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়া চার মাস চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া এখন পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রতীক হয়ে উঠেছেন। যদিও তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তবে তার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও ডা. জুবাইদা।

ড. জুবাইদা রহমান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিকিৎসা সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন বলেও জানান ড. আমিন। তিনি বলেন, যেন কোনো সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই চিকিৎসা পরিচালিত হয়—সেজন্য প্রতিটি ধাপ সরাসরি তদারকি করছেন তারেক রহমান।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ড. মাহদী আমিন বলেন, আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষের জন্য নেতৃত্ব দেবেন, অনুপ্রেরণা যোগাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করবেন—এমন বিশ্বাসই এখন জনগণের প্রত্যাশা ও প্রার্থনার কেন্দ্রবিন্দু।

সর্বশেষ - আইন-আদালত