খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে হাসিব ও রাজন নামের দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত দু’জন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে চারটি মোটরসাইকেলে জেলা ও রাজ্য আদালতের সামনে আসে ছয় যুবক। এসময় তারা সেখানে দাঁড়িয়ে থাকা হাসিব ও রাজনের ওপর খুব কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসিব। আহত অবস্থায় পড়ে থাকেন রাজন।
এদিকে গোলাগুলির সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও আইনজীবীরা ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করেন।
পরে পুলিশ হাসিবের মরদেহ এবং রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকরা রাজনকে মৃত ঘোষণা করেন। কারা এই হত্যায় জড়িত সে ব্যাপারে কিছু এখনও জানা যায়নি।
ঘটনার পরপরই আদালতের কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো। নিহত হাসিব নগরীর নতুন বাজার এবং রাজন বাগমারা এলাকার বাসিন্দা।


















