শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রস্তুত বিজিবি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩১, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানান, ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ৯টি জেলা এবং ৪টি সিটি কর্পোরেশনের মোট ৫১টি সংসদীয় আসন রয়েছে।

এসব এলাকায় সর্বমোট ১৩৪ প্লাটুন বিজিবি ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া বিশেষ তল্লাশি কার্যক্রমের জন্য বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, বিজিবি সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রস্তুত। ভোটাররা যেন কোনো ভয় বা শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয় বজায় রাখছি।

তিনি জানান যে, মাঠ পর্যায়ে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।

যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি বা জরুরি অবস্থা পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। স্বচ্ছতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর এবং এপিসিসহ আধুনিক সিগন্যাল সরঞ্জামাদি ব্যবহার করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন এবং সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে, যাতে কোনো মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

সর্বশেষ - আইন-আদালত