রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জামায়াতে ইসলামী আশ্বাস নয়, বাস্তবায়নে বিশ্বাসী: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

আশ্বাস দেওয়া রাজনীতিতে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তবে জামায়াতে ইসলামী আশ্বাস নয়, বাস্তবায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (৩০ নভেম্বর) সকালে মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজের কোনো সেকশনে কোনো দাবিদাওয়া নিয়ে রাজপথে মিছিল মিটিং করতে হবে না। সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, পুরুষতান্ত্রিক সমাজে এখনও নারীদের নিজস্ব সত্তা তৈরি হয়নি। এসময় সমাজ থেকে বৈষম্য দূর করতে রাজনীতির মধ্যে সকল নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি।

ঐক্যবদ্ধ জাতিসত্তা গঠন ছাড়া দেশ সামনে আগাবে না মন্তব্য করে তিনি বলেন, সকল ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান ডা. শফিকুর রহমান।

সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানোর কথা জানান ডা. শফিকুর রহমান।

সর্বশেষ - আইন-আদালত