আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। তাই ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন।”
তারেক রহমান বলেন, রংপুর শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে রঞ্জিত। আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভোর থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হবে। নিশিরাত ও ডামি নির্বাচনের যুগ শেষ উল্লেখ করে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, রংপুরকে গরিব অঞ্চল বলা হলেও এটি সম্ভাবনাময় এলাকা। কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা এবং আইটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দিয়ে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান তিনি।
কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড প্রদান এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, `একটি দল পাঁচ বছর আমাদের সঙ্গে সরকারে ছিল। তখন আমরা ভালো ছিলাম, এখন নাকি খারাপ—এই প্রশ্নের জবাব তাদেরই দিতে হবে।’
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এর আগে রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি প্রার্থীরা উন্নয়ন ও বৈষম্য দূরীকরণের দাবি তুলে ধরেন।
এর আগে তারেক রহমান বগুড়া থেকে সড়কপথে রংপুরে আসেন। পথিমধ্যে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।


















