বাংলাদেশের টাঙ্গাইল জেলা মূলত তার ঐতিহ্যবাহী শিল্প এবং কৃষিভিত্তিক ব্যবসার জন্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতে টাঙ্গাইলে সম্ভবনা অনেক। তাই আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে টাঙ্গাইলকে শিল্পের শহরে পরিণত করা হবে বলে প্রতিশ্রতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, সঠিক পরিকল্পনা করতে পারলে প্রতিটি এলাকার পরিবর্তন ঘটানো সম্ভব। যার মধ্য দিয়ে এলাকাভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন বিশাল খোলা মাঠে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সমাবেশে তারেক রহমান বলেন, পাঁচ আগস্ট শুধু রাজনৈতিক পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যও পরিবর্তন হয়েছে। ফেব্রুয়ারির ১২ তারিখ মানুষের সেই ভাগ্য পরিবর্তনের দিন। সঠিক ব্যক্তিকে রায় দিয়ে জনগণ সেই পরিবর্তনে ভূমিকা রাখবেন প্রত্যাশা করে তিনি গণতন্ত্র সুশাসন নিশ্চিত করতে সবাইকে ১২ তারিখ ভেটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।
তিনি বলেন, কাঙ্খিত পরিবর্তন চাইলে জনগণকে সঙ্গে থাকতে হবে। জনগণ বিএনপির সঙ্গে থাকলে পরিবর্তন সম্ভব। দেশকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হবে। নয়তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ।
ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, সতর্ক হয়ে চলতে হবে, যেন কেউ এসে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আগামীতে দেশ গড়ার দিন, সবাই ঐক্যবদ্ধ থাকলে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে আগের দিন থেকে, যেন অন্য কেউ সিল মারতে না পারে।
কোনো কোনো মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষনেতা বলেন, এনআইডি বা বিকাশ নম্বর নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সবাই সতর্ক থাকবেন। ভোটের আগেই এরকম করলে ভোটের পরে তারা দেশ বিক্রি করে দেবে।
দেশটা কোনো দল বা ব্যক্তির নয়; দেশের মালিক জনগণ। আগামীর রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের, উন্নয়নের। এজন্য ধানের শীষকে বিজয়ী করারও ধানের শীষের আস্থা রাখার আহবানও জানান বিএনপির চেয়ারম্যান।
এদিকে টাঙ্গাইলে সমাবেশের মধ্য দিয়ে টানা তিন দিন ব্যাপী উত্তরের জনপদে নির্বাচনী জনসংযোগের শেষ করলে তারেক রহমান।
পরে, জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে তিনি।


















