সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

তারেক রহমান ভোটার হননি, ইসির সিদ্ধান্তে হতে পারেন প্রার্থীও

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না। এরপর জানতে চাওয়া হয়, তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে।  যে কাউকে ইসি এ সুযোগ দিতে পারে।

এসময় ইসি সচিব জানান, নতুন এনআইডি কার্যক্রম চালু আছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারাই ভোটার তালিকায় থাকবেন।

তিনি জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন কয়েকটা ফিল্ডে স্থগিত থাকবে। ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। ভোটের আগে আর করা যাবে কিনা তা পরে জানানো হবে। তবে বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নাম্বার পরিবর্তন করা যাবে।

এদিকে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত দেশের ভেতর পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন হবে। তবে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের যুক্ত করার সুযোগ নেই।

সর্বশেষ - আইন-আদালত