দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এমন মন্তব্য করে আগামী নির্বাচনে প্রত্যেককেই সচেতনভাবে তার নিজ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ্।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ইসি সানাউল্লাহ্ জানান, ভোটকেন্দ্রে ভুয়া সাংবাদিক প্রতিহত করতে সাংবাদিকদের জন্য কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হবে।
শতাব্দীর ভালো ভোট চায় কমিশন। এমন মন্তব্য করে গণভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এসময় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতাও চান তিনি।
নির্বাচনের দিন অনির্দিষ্টকালের জন্য সাংবাদিকরা ভোটকেন্দ্রে অবস্থান করতে পারবেন বলেও জানান ইসি সানাউল্লাহ।


















