বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে প্রত্যর্পণ করবে ভারত: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৪, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রত্যর্পণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, জেনে বুঝেই এমন তথ্য দিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা যাই বলুক না কেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। একজন বিশেষজ্ঞও মনে করেন, এটা খুব ভালোভাবেই সম্ভব।

২০১৩ সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের বিনিময় করতে পারে বাংলাদেশ-ভারত উভয়ই। তবে চুক্তিতে বিভিন্ন ধরণের ধারা অবশ্য বিষয়টিকে একেবারেই সরল রাখেনি।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি।

এনিয়ে কোনো লিখিত তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এক অনুষ্ঠানে তিনি বলেন, কামালকে ফেরানোর বিষয়ে প্রেস সচিবের স্ট্যাটাসের বিষয়ে কোন তথ্য নেই।

তবে কীসের ভিত্তিতে কামালকে ফেরানোর কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এটা কি শুধুই একটি ফেসবুক স্ট্যাটাস নাকি অন্তরালে ঘটছে অন্য কিছু। শফিকুল আলম আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, তিনি জেনে বুঝেই এই তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন, গেলো ১৫ বছরে গুম খুনের মতো ভয়ংকর অপরাধের হোতা ছিলেন কামাল।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের যথেষ্ট সুযোগ আছে। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা কঠিন বলে মনে করেন এই বিশ্লেষক।

সর্বশেষ - আইন-আদালত