শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আনা এই বিশেষায়িত বিমানে শনিবার (৫ নভেম্বর) বিকালে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, কাতার সরকারের তত্ত্বাবধানে জার্মানিতে তৈরি এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়েই ঢাকা পৌঁছাবে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কাতার রাজপরিবারের আগের এয়ার অ্যাম্বুলেন্সটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় আমিরের নির্দেশে আরেকটি নতুন এয়ারক্রাফট পাঠানো হচ্ছে। তিনি নিশ্চিত করেন, নতুন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের ব্যবহৃত বিমান হলেও এটি জার্মান একটি প্রতিষ্ঠানের নির্মিত।

কূটনৈতিক সূত্র জানায়, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি ‘এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ’-এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) বিমানে খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে। ফ্লাইটটি তিবলিসি হয়ে সরাসরি লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শুক্রবার ভোরে তার লন্ডন যাত্রার কথা থাকলেও কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে সেটি পিছিয়ে যায়। শনিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে নতুন এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় নামতে পারে। তিনি আরও বলেন, চিকিৎসকদের অনুমতি এবং রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ৭ তারিখে ফ্লাইট ধরানো হতে পারে।

উল্লেখ্য, গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি গত ৬ মে দেশে ফেরেন।

সাম্প্রতিকভাবে, ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় প্রথমে এসডিইউ এবং পরে সিসিইউতে স্থানান্তর করা হয়। তার সার্বিক চিকিৎসা চলছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাতের মধ্যেই বিমানবন্দর চালুর চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা

নির্বাচন হবে এবং সময় মতোই হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

ইসকন নিষিদ্ধে হাইকোর্টে আবেদন, বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলা হয়েছে : হাইকোর্ট

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা প্রত্যাহার

রওশনকে অপসারণ: এবার স্পিকার বরাবর পাল্টা চিঠি পাঠাবেন রাঙ্গা

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: কাদের

তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল

শুরু হলো বাঙালি জাতির মহান বিজয়ের মাস