শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান নতুন সিইসি

প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৪:১২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন।’

আজ শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর রাজধানীর পরীবাগে নিজের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক দল মানেই তো ওরা নির্বাচন করবে। সেটা বিএনপি হোক, যা–ই বলি না কেন। অ্যাট লিস্ট (অন্তত) তাদেরকে তো দাওয়াত করতেই হবে, আমন্ত্রণ জানাতে হবে।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগকে নিয়ে সমস্যা নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে তো কোনো সমস্যা নাই। ওরা তো নির্বাচন করবেই। যাঁরা বলছেন নির্বাচন করবেন না, সেসব দলগুলোর প্রতি আমাদের অবশ্যই একটা আবেদন থাকবে যে আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন।’

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নিয়েছে ১৪ ফেব্রুয়ারি।

সর্বশেষ - আন্তর্জাতিক