বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিশ্ববাজারে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ দামে জ্বালানি তেল

প্রতিবেদক

মার্চ ৩, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে রুশ সেনাদের আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। দফায় দফায় দাম বেড়ে এরইমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১ বছরের মধ্যে পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। এছাড়া ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯ বছরের মধ্যে সর্বোচ্চ এবং হিটিং অয়েল বিগত ১৪ বছরের মধ্যে উঠেছে সর্বোচ্চ দামে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, নতুন বছর ২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।

জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। এরইমধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পালে জোর হাওয়া লাগে। এর ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সেনাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার আগাম আশঙ্কা প্রকাশ করছিলেন বাজার বিশেষজ্ঞরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত