সেই ভাষণ আজও উদ্দীপ্ত করে
আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।—১৯৭১ সালের ৭ মার্চের পড়ন্ত বিকেলে অপ্রতিরোধ্য এই বজ্রকণ্ঠ ৫৬ হাজার বর্গমাইলজুড়ে দ্রোহের আগুন জ্বালিয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে ৭ মার্চ দিনটি অবিস্মরণীয় হয়ে আছে বাঙালির হৃদয়ে। তাঁর ভরাট কণ্ঠের আওয়াজে আজ মুখর হবে সারা দেশ।
অবশ্য গতকাল সন্ধ্যা থেকেই শহরের পাড়া-মহল্লা, গ্রামে শোনা যাচ্ছিল অমর সেই বাণী, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ।’
বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন আজ। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দানে) গুলি আর মৃত্যুভয় উপেক্ষা করে লাখো বাঙালি জমায়েত হয়েছিলেন। সেই জনসমুদ্রের সামনে বজ্রকণ্ঠের যে ভাষণ দিলেন, তা আজ শুধু বাংলাদেশের মানুষের একার নয়, বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে গেছে। মুক্তিকামী মানুষের কাছে এই ভাষণ প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর অমর সেই ভাষণ আজও কোটি কোটি মানুষকে উদ্দীপ্ত করে। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের পথ দেখায়।