বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পার্লামেন্টে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা- ইন্ডিয়ার খবরদারি বন্ধে হস্তখেপের আহবান

প্রতিবেদক

মার্চ ৩১, ২০২২ ৯:২৮ পূর্বাহ্ণ

* ১০০ বিশিষ্ট ব্যক্তিত্বকে পদক প্রদান
** রাণীর প্রতি ডা. জাফরুল্লাহ চৌধুরী’র ৩টি অনুরোধ
** প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের স্মরণ করা দরকার, তারাও মুক্তিযোদ্ধা
** ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের আহ্বান৩০মার্চ, ২০২২‌।। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশিদের সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করা দরকার, তারাও মুক্তিযোদ্ধা। তারা যদি সেদিন প্রবাসে রাস্তায় না নামতেন, আন্দোলন না করতেন, তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না।’ তিনি কমনওয়েলথ প্রধান হিসেবে রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতি বাংলাদেশের গণতন্ত্রে

ইন্ডিয়ার খবরদারি বন্ধে হস্তক্ষেপের অনুরোধ  জানান। এছাড়া তিনি রাণীর প্রতি বাংলাদেশের  মানুষের বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভের অধিকার প্রতিষ্ঠায় তাঁর মর্যাদাপূর্ণ ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান। এছাড়া তিনি সলিডারিটি এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় প্রতিবছর ১৫-২০জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান ‌।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৯মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতি জানাতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। লন্ডন ভিত্তিক বাঙালি পেশাজীবীদের প্রতিষ্ঠান
 ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভিলিয়নে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সঙগঠন ও নানাভাবে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য প্রথম পর্যায়ে ১০০ বিশিষ্ট ব্যক্তিত্বকে পদক প্রদান করা হয়। তালিকায় বেশীরভাগই ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। তাদের পক্ষে পরিবারের সদস্যরা পদক গ্রহণ করেন।
এ সময় তিনি আরও বলেন, ‘প্রবাসে আন্দোলন সংগ্রামে ও বিদেশিদের জনমত গঠনে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর অবদান চিরস্মরণীয়। অথচ সরকার রাষ্ট্রীয়ভাবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী ও জেনারেল ওসমানীর জন্মদিন ও মৃত্যুদিবস পালন করে না। সরকারের উচিত রাষ্ট্রীয়ভাবে তাদের স্মরণ করা। বাংলাদেশি প্রবাসীদের সাহায্য ও মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’দেশের জনগণকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তুলে নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সরকার, বিশেষ করে রাণী দ্বিতীয় এলিজাবেথের সহযোগিতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এই অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, দেশটির সাবেক অর্থমন্ত্রী স্টিফেন টিমস এমপি। তিনি বলেন, ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি এই উদ্যোগ এখানকার বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ‘তিনি অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান প্রজন্মের প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র প্রেসিডেন্ট ড. হাসনাত হোসাইন এমবিই ও পরিচালনা করেন সাবেক শিক্ষিকা মিসেস শাহেদা হোসেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শুরু হয় সম্মাননা প্রদান। অনুষ্ঠানে লন্ডন ছাড়াও গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা উপস্থিত হতে পারেননি বা মারা গেছেন তাদের পক্ষে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য মি. গাই অপারমান, লর্ড ডোলাকিয়া, বৃটিশ পাকিস্তানী এমপি মিজ আনাম কায়সার, আপসানা বেগম এমপি, স্কটিস পার্লামেন্ট সদস্য ও শ্যাডো মিনিস্টার ফয়সল চৌধুরী এমবিই। মুক্তিযুদ্ধের মহান সঙগঠকদের মধ্যে বক্তব্য রাখেন,

যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আফতাব আলী, তালেয়া রেহমান ও
মিসেস ফেরদৌসি রহমান। ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র কর্মকর্তাদের মধ্যে ডিজি ওহিদ আহমেদ, ড. ওয়ালি তছর উদ্দিন, প্রস্তুতি কমিটির প্রধান সৈয়দ নাদির আজিজ দারাজ, মাহতাব মিয়া, আবু তাহের চৌধুরী, প্রফেসর আব্দুল কাদের সালেহ, ব্যারিষ্টার নাজির আহমেদ, ব্যারিষ্টার নজরুল খসরু,  অনেকেই।
‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রায় বছরব্যাপী অনুসন্ধানের মাধ্যমে সম্মাননা ও স্বীকৃতি প্রদানের জন্য ১০০ জন প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকের তালিকা তৈরি করে। অনুষ্ঠান উপলক্ষে সম্মাননা প্রাপ্তদের নাম ও পরিচিতিসহ একটি স্মারক প্রকাশ হয়েছে।
অনুষ্ঠানের সফলতা কামনা করে বানী প্রেরণ করেন – বৃটেনের মহামান্য রানী ,বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ,ডেমিয়েন গ্রীন এমপি,নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুস ,ছি অনউরা এমপি ,১৯৭১ সালের স্টিয়ারিং কমিটির সদস্য ড: কবির চৌধুরী ।
‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ -এর উদ্যোগে
প্রবাসে ১০০ জন মুক্তিযুদ্ধ সংগঠকের তালিকা :
০১. মরহুম বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী (লন্ডন)
০২. ডা. জাফরুল্লাহ চৌধুরী (লন্ডন)
০৩. মরহুম শাহ এএমএস কিবরিয়া (ওয়াশিংটন)
০৪. জনাব আবুল মাল আবদুল মুহিত (ওয়াশিংটন)
০৫. মরহুমা লুলু বিলকিস বানু (লন্ডন)
০৬. মরহুম জনাব গাউস খান (লন্ডন)
০৭. মরহুম তাইবুর রহমান (লন্ডন)
০৮. মরহুম জনাব সিরাজুর রহমান (বিবিসি – বাংলা)
০৯. মরহুম আব্দুল মতিন চৌধুরী (ম্যানচেস্টার)
১০. মরহুম তাসাদ্দুক আহমেদ এমবিই (লন্ডন)
১১. ড. কবির হোসেন চৌধুরী (ম্যানচেস্টার)
১২. ডঃ খন্দকার মোশাররফ হোসেন (লন্ডন)
১৩. মরহুম ওয়াহিদ উদ্দিন আহমেদ কুতুব (নিউপোর্ট)
১৪. মরহুম আলহাজ্ব হাফিজ মজিরউদ্দিন (লন্ডন)
১৫. মরহুম জনাব শেখ আব্দুল মান্নান (কভেন্ট্রি)
১৬. মরহুম আলহাজ্ব শামসুর রহমান (লন্ডন)
১৭. মরহুম মিনহাজ উদ্দিন (লন্ডন)
১৮. মরহুম আফরোজ মিয়া হাতেম তাই (বহাম)
১৯. মরহুম জনাব জাকারিয়া চৌধুরী (লন্ডন)
২০. মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ (লন্ডন)
২১. মরহুম জনাব শামসুল আলম চৌধুরী (লন্ডন)
২২. আলহাজ্ব জনাব শামসুদ্দিন আহমেদ এমবিই (চেস্টার)
২৩. আলহাজ্ব জনাব মোতাসেম আলী (কভেন্ট্রি)
২৪. মিঃ তোজাম্মেল (টনি) হক এমবিই (বারমিংহাম)
২৫. মরহুম জনাব ওয়ালী আশরাফ (জনমত, লন্ডন)
২৬. মিসেস ফেরদৌস রহমান (লন্ডন)
২৭. মরহুম বদরুল হোসেন তালুকদার (লন্ডন)
২৮. মরহুম এ কে এম এ হক (বহাম)
২৯. মরহুম মুনাওয়ার হোসেন (ওল্ডহাম)
৩০. মরহুম জনাব আব্দুর রকিব (লন্ডন)
৩১. আলহাজ্ব নাসির আহমেদ (বারমিংহাম)
৩২. মরহুম আলহাজ্ব জনাব জিল্লুল হক (লন্ডন)
৩৩. মরহুম আলহাজ্ব মুহাম্মদ আলী ইসমাইল (বারমিংহাম)
৩৪. মরহুম জনাব রেজাউল করিম (বিডি মিশন, লন্ডন)
৩৫. মরহুম জনাব নাজির উদ্দিন আহমেদ (ম্যানচেস্টার)
৩৬. মরহুম জনাব আবদুস সবুর চৌধুরী (বার্মিংহাম)
৩৭. মরহুম সৈয়দ আবদুর রহমান (বার্মিংহাম)
৩৮. মরহুম জনাব মকসুদ আলী (ওল্ডহাম)
৩৯. কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (সেন্ট অ্যালবানস)
৪০. মরহুম মঈন উদ্দিন আহমেদ মোনাফ মিয়া (লন্ডন)
৪১. মরহুম আলহাজ্ব মিম্বর আলী (লন্ডন)
৪২. জনাব আতাউর রহমান খান (লন্ডন)
৪৩. আলহাজ্ব আফতাব আলী (লন্ডন)
৪৪. জনাব মোশাহিদ আলী চৌধুরী (লন্ডন)
৪৫. মরহুম হাজী নিসার আলী (লন্ডন)
৪৬. ​​জনাব সুলতান মাহমুদ শরীফ (লন্ডন)
৪৭. মরহুম আমির আহমেদ সিঙ্কাপনি (লন্ডন)
৪৮. মরহুম আব্দুল মন্নান (সনু মিয়া) (লন্ডন)
৪৯. মরহুম জনাব মোকদ্দুস বখত (ম্যানচেস্টার)
৫০. জনাব খন্দকার আব্দুল মুসাব্বির এমবিই (রচডেল)
৫১. মরহুম স্যার ফজলে হাসান আবেদ (লন্ডন)
৫২. ড. মোহাম্মদ ইউনুস (ন্যাশভিল, মার্কিন যুক্তরাষ্ট্র)
৫৩. জনাব মহিউদ্দিন আহমেদ (লন্ডন)
৫৪. জনাব কে.এম. শিহাবুদ্দিন (দিল্লি, ভারত)
৫৫. জনাব আমজাদুল হক (দিল্লি, ভারত)
৫৬. ড. এ. হাকিম (গ্লাসগো)
৫৭. জনাব ইউসুফ খান মজলিস (জেনেভা, সুইজারল্যান্ড)
৫৮. মরহুম ব্যারিস্টার লুৎফুর রহমান শাহজাহান (লন্ডন)
৫৯. মরহুম আলহাজ্ব আহবাব হুসাইন (লন্ডন)
৫০. আলহাজ্ব জনাব নূর মিয়া (লন্ডন)
৬১. মরহুম মোঃ আলহাজ্ব উস্তার আলী (লন্ডন)
৬২. জনাব আব্দুল মতিন (লন্ডন)
৬৩. মরহুম আলহাজ্ব মোহাম্মদ ছমরু মিয়া (লন্ডন)
৬৪. মরহুম আব্দুল মতলিব চৌধুরী (লন্ডন)
৬৫. জনাব জামশেদ মিয়া (বারমিংহাম)
৬৬. জনাব রমজান আলী (লন্ডন)
৬৭. জনাব এ. কে. এম আব্দুর রউফ (বিডি ফিল্ম, আর্ট/কালচার আর্কাইভ, লন্ডন)
৬৮. মিসির আলি (বারমিংহাম)
৬৯. মিসেস জেবুন্নেসা বখত (লন্ডন)
৭০. মিসেস মুন্নি রহমান (লন্ডন)
৭১. মিসেস মঞ্জু হাফিজ (লন্ডন)
৭২. মিসেস সাফিয়া রহমান (লন্ডন)
৭৩. মিসেস তালেয়া রহমান (লন্ডন)
৭৪. মিসেস জাহানারা রশীদ (লন্ডন)
৭৫. মরহুম জনাব নুরুল ইসলাম (লন্ডন)
৭৬. মরহুম আলহাজ্ব তারা মিয়া খান (লন্ডন)
৭৭. মরহুম আলহাজ্ব খন্দকার ফরিদ উদ্দিন (লন্ডন)
৭৮. জনাব এম.এ. রসুল (শেফিল্ড)
৭৯. জনাব জগলুল হোসেন (লন্ডন)
৮০. জনাব জগলুল পাশা (লন্ডন)
৮১. জনাব আজিজুল হক ভূইয়া (কভেন্ট্রি)
৮২. জনাব নিখিলেশ চক্রবর্তী (লন্ডন)
৮৩. জনাব কাওসারুল ইসলাম (লন্ডন)
৮৪. শামসুদ্দিন খান (লন্ডন)
৮৫. জনাব মিয়া মনিরুল আলম (কেন্ট)
৮৬. প্রয়াত সফির আহমেদ (বারমিংহাম)
৮৭. হাজী কলা মিয়া (লন্ডন)
৮৮. দেওয়ান আলমনুর রাজা (মিডল্যান্ডস)
৮৯. শাহ আবিদ আলী (বারমিংহাম)
৯০. জনাব এ.বি.এম, ইসহাক (লন্ডন)
৯১. জনাব আব্বাস আলী (ওল্ডহাম)
৯৩. হাজী তাহির আলী (লন্ডন)
৯৪. আলহাজ্জ এ. করিম (লন্ডন)
৯৫. আফজল হোসেন মাস্টার (ব্রাইটন)
৯৬. মরহুম আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী (লুটন)
৯৭. আলহাজ্জ মোহাম্মদ সমরু (লন্ডন)
৯৮. আলহাজ্ব মানিক মিয়া (লন্ডন)
৯৯. সুরাতুর রহমান সুরত মিয়া (লন্ডন)
১০০. মিসেস তৈমুসা বেগম (লন্ডন)

সর্বশেষ - আন্তর্জাতিক