বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফখরুলের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি এখনো দায়িত্বে, বঙ্গোপসাগরে ঝাঁপ দিচ্ছেন না কেন?’
শ্রীলংকা ইস্যুতে গতকাল (মঙ্গলবার) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছিলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারেরও এমন অবস্থা হবে। এদের (শ্রীলংকা) চেয়েও খারাপ অবস্থা হবে। শ্রীলংকাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব? দেখেন এরা (সরকার) বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।’
এ বিষয়ে আজ ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা ফখরুলের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল নির্বাচনে ব্যর্থ। আন্দোলনেও ব্যর্থ।সময় মতো সম্মেলন করতে পারে না। তার পদত্যাগ করা উচিত। বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া দরকার। ফখরুল আপনি এখনো দায়িত্বে?’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শ্রীলংকা পরিস্থিতিতে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছেন। বাংলাদেশ আর শ্রীলংকার বাস্তবতা এক নয়। বিএনপি ব্যর্থতা ঢাকতে নানা ইস্যুতে আড়ালে যাচ্ছে। কখনো আরব বসন্ত, কখনো আন্দোলন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা হেফাজতে ভর করেছে, কোটা বিরোধীদের ওপর ভর করেছে, আবার নিরাপদ সড়ক আন্দোলনে ভর করে বর্থ হয়েছে। তাদের এই অপতৎপরতা কাজে আসবে না।