রবিবার , ২৯ মে ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

প্রতিবেদক

মে ২৯, ২০২২ ৪:১৫ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিশোধের ফাইনালে উঠে প্রতিশোধ নিতে পারেনি লিভারপুল। মোহাম্মাদ সালাহর বিধ্বংসী আক্রমণ, সাদিও মানের বুলেট গতির শট সব একাই আটকিয়েছেন থিবো কোর্তোয়া। ভিনিসিয়াস আর অতিমানব কোর্তোয়ায় ভর করে ১৪তম বার শিরোপা জিতেছে রিয়াল।

বাংলাদেশের অলরেড সমর্থকরা হার মেনে নিতে পারেনি, চোখের জলেই দুঃখ ভুলার চেষ্টা করেছেন।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহারণ প্যারিসে হাজার কিলোমিটার দূরের সেই উত্তাপের আঁচ লেগেছে বাংলাদেশেও।

২০১৮ সালের প্রতিশোধ নিতে বাংলার অলরেড সর্মর্থকরা এক হয়েছিল সেখানে একজন রিয়াল মাদ্রিদের সাপোর্টারও ছিল। নিজের স্বামীক্বে সর্মথন দিতেই সাহস করে লিভারপুলের ডেরায় এসেছেন এক নারী।

খেলা শুরু আগে এই দম্পতি খেলাযোগকে জানিয়েছেন অনেক কথা। খেলার মাঝপথে দুজন দাঁড়িয়ে পড়েছেন বুকের ভিতরে টেনশনের কাটা টিক টিক করে বাজছিল। এরই মধ্যে রিয়ালও লিড নিয়ে ফেলেছিল।

মোহামেদ সালাহর বিধ্বংসী আক্রমণ, সাদিও মানের বুলেট গতির শট থিবো কোর্তোয়া আটকিয়েছেন। এগিয়ে থেকেও সঙ্গীনির জন্য টেনশন করেছেন এই নারী খেলা শেষেও খেলোযোগ এই দম্পতির মুখোমুখি

রিয়াল মাদ্রিদ যখন ফাইনালে খেলে, রিয়ালই জেতে ম্যাচের আগে থিবো কোর্তোয়া এমটাই বলেছেন। অন ম্যান আর্মি হয়ে এই গোলরক্ষক নিজের দূর্গ শক্ত হাতেই সামলিয়েছেন, বাংলার অলরেড ভক্তরাও চোখের জলে ভাসিয়েছেন।

রিয়াল মাদ্রিদ ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় লিভারপুল সর্মর্থকরাও অভিনন্দনও জানিয়েছেন পরের বারের অপেক্ষায় তারা আশায় বুক বেঁধেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক