চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
অগ্নিকাণ্ডের প্রায় ৬০ ঘণ্টা পর মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় বিএম কনটেইনার ডিপোর ফটকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
আরিফুল ইসলাম বলেন, ‘ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে নতুন করে বিস্ফোরণের কোনও ঝুঁকি নেই। ঘটনাস্থলের আশপাশের মানুষও ঝুঁকিমুক্ত।’
তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। কিছু কনটেইনার ডিপোতে এলোমেলোভাবে পড়ে আছে। কয়েকটি রাসায়নিক কনটেইনার শনাক্ত করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ , ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।