রবিবার , ৩ জুলাই ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কুসিকের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ৫ জুলাই

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথগ্রহণ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শফিকুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার সাড়ে ১১টায় ওসমানি স্মৃতি  মিলনায়তনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া সাধারণ ২৭ জন ও সংরক্ষিত ৯জন কাউন্সিলর নির্বাচিত হন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত