মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তারের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে ওড়না পেঁচানো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খন্দকার লাবনি খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের খন্দকার শফিকুল আজমের মেয়ে। পারিবারিক অশান্তির জেরে ছুটিতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছেন বলে জানা গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।












The Custom Facebook Feed plugin