শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নেতাকর্মী ও জুমার মুসল্লিদের নিয়ে ইশরাকের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৯, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতাকর্মীকে আটক এবং পুলিশি হয়রানির অভিযোগ তোলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের নিয়ে রাস্তায় নামেন তিনি। মিছিলটিতে বিএনপি-যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।

নামাজের পরপরই মিছিলটি বংশাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন বলেন, ‘সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।’

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে গতকাল রাতে ওয়ারীর ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

‘বর্তমান সরকার তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারা দেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে’ মন্তব্য করে ইশরাক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সেই সঙ্গে সর্বাবস্থায় নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন সংগ্রামে সবার আগে বুক পেতে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

সমাবেশে দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাস এবং রিজার্ভ সঙ্কটের কথা তুলে এই বিএনপি নেতা আরও বলেন, ‘সরকার এখন চরম সঙ্কটে আছে এবং দেশকেও চরম সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক