শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রথম আলো ও বিএনপি এখন পরিপূরক হিসেবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

নির্বাচন ভণ্ডুল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতেই প্রথম আলো উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বাধীনতা দিবসে দিন মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা কোন ভুল নয় বরং ফৌজদারি অপরাধ। শনিবার আওয়ামী লীগের এক যৌথসভায় এসব বলেন তিনি।

দেশের চলমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে কেন্দ্রীয় কমিটির সাথে সহযোগী সংগঠনসহ ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন।

সভার শুরুতে, ওবায়দুল কাদের বলেন, প্রথম আলোর লক্ষ্য নির্বাচিত সরকারকে হটিয়ে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো। প্রথম আলো ও বিএনপি এখন একে অপরের সহযোগী ও পরিপূরক হিসেবে সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচারে নেমেছে।

তিনি বলেন, স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের সাংবাদিকতা ফৌজদারি অপরাধ। প্রথম আলো বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করছে। আওয়ামী লীগ সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়। মানুষ ভালোবেসে টানা তিন মেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখেছে। কিন্তু প্রথম আলো জনপ্রিয় সরকারকে হেয় করার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আরেকটি পঁচাত্তরের প্রেক্ষাপট তৈরি করছে, যার লক্ষ্য নির্বাচন ভণ্ডুল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা কোনো সাধারণ বিষয় নয়, ফৌজদারি অপরাধ।

প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের টার্গেট সরকার ও আগামী নির্বাচন। প্রথম আলো তাদের প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ প্রজন্মকে হতাশা ও উসকানি দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি আমাদের রাজনৈতিক জীবনের সংকট ঘনীভূত করছে এতে কোনো সন্দেহ নেই। ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কী করব? শিরোনামের সংবাদ এই ষড়যন্ত্রটির একটি অংশ। এই সংবাদটি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক; এতে কোনো সন্দেহ নেই।

ওবায়দুল কাদের বলেন, প্রথম আলো সংবাদটি একজন দিনমজুরের উদ্ধৃতি দিয়ে যেভাবে প্রকাশ করেছে। দিনমজুরের বক্তব্য না-কী প্রথম আলো দেওয়া সেটি ভাবনার সময় এসেছে। সাত বছরের একটি শিশুকে ১০ টাকা ঘুষ দিয়ে বক্তব্য নেওয়া সেটাই কি এই সাংবাদিকতা।

স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য মন্তব্য করে তিনি বলেন, এই দিনে পলিটিকাল সিলেক্টেড বিশেষ এক এজেন্ডা সেটিংয়ের উদ্দেশ্য এই সংবাদটি মহান স্বাধীনতাকে অস্বীকার করা সামিল নয়? প্রথম আলোর এমন সংবাদ জাতিসত্তার বিন্যাসের অপতৎপরতা নয় কী বলেও প্রশ্ন রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সাংবাদিকেরা আওয়ামী লীগের শত্রু নয় বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা করা যাবে না, এটা কখনো বলিনি। কিন্তু প্রথম আলো ভাবে শত্রু, কিন্তু সাংবাদিকেরা আওয়ামী লীগের শত্রু নয়। সাংবাদিকদের জন্য শেখ হাসিনা সরকার যথেষ্ট করেছে। অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ করে আমরা কি ভুল করে ফেললাম! সেই ডিজিটাল মাধ্যমে এখন আমাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। তারা এ বিষয়টা অত্যন্ত চতুরভাবে করে যাচ্ছে।

যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, ফারুক খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সায়েম খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক