শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আওয়ামী লীগ বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে: হাফিজ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

দিল্লির অধীনস্ত হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদে বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে। তারা সব সময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করে মেজর (অব.) হাফিজ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই।

গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনও ব্যর্থ হবে না মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্র নস্যাৎ করে এক দলীয় শাসন ব্যবস্থা করেছে।

তিনি বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জনগণ অংশ না নিলে এর জন্য তারা দায়ী থাকবেন

সর্বশেষ - আইন-আদালত