দোহা (কাতার) থেকে: আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে এবং তা অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ মে) দোহার র্যাফলস হোটেলে কাতার ইকোনোমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংগ্রাম করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। এখন মানুষ যাকে ইচ্ছা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে।
‘ভোট দিয়ে নির্বাচিত করার ক্ষমতা এখন জনগণের কাছে। আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। যেসব দেশ নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছে তারা পর্যবেক্ষক পাঠাতে পারে।’
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ চেয়েছে বলেই টানা ক্ষমতায় থাকতে পারছি। জনগণ ভোট দিলেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, না দিলে নয়।’
বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। সবার সাথেই বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়।’
শেখ হাসিনা আরও বলেন, ‘সারাবিশ্বেই নিত্যপণ্যের দাম বেড়েছে শুধু বাংলাদেশ নয়। তারপরও মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য বিকল্প অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।’
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে সোমবার দোহায় পৌঁছান শেখ হাসিনা। ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এছাড়া কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।












The Custom Facebook Feed plugin