দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার ট্রেন চলাচল শুরুর পর স্বস্তি ফিরেছে এই রুটে চলাচলকারী নিয়মিত যাত্রীদের।
সোমবার এক বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে ট্রেন চলাচল পুনরায় শুরুর তথ্য জানানো হয়।
রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্ট) মো. শওকত জামিল মোহসীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-গেণ্ডারিয়া সেকশনে নতুন নির্মাণ করা ডুয়েল গেজ লাইন উন্মুক্ত করা হয়েছে।
পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-গেন্ডারিয়া অংশে ডাবল লাইনের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিলো তিন মাস ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিন্তু, শেষ পর্যন্ত এই রুটে ট্রেন পুনরায় চালু করতে আটমাস লাগলো।
মঙ্গলবার সকাল সাতটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। মোট আট জোড়া ট্রেন দিয়ে ভোর ৫টা থেকে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে লোকাল ট্রেন হিসেবে চললেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেনগুলো এখন কমিউটার হিসেবে চলবে। বাড়ানো হয়েছে কিছু সুযোগ-সুবিধাও। যার জন্য ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।
যানজট এড়িয়ে দ্রুততম সময়ে ঢাকা আসা-যাওয়া এই রুটে যাত্রী চাহিদা বরাবরই অনেক বেশি। দীর্ঘ বিরতির পর ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।