আবুধাবি টি ১০ লিগের ষষ্ঠ আসরে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। ড্রাফটের আগেই আইকন ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স।
সোমবার আবুধাবিতে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার।
কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে বাংলা টাইগার্স। এই দলটিকে নেতৃত্ব দেবেন সাকিব। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে টিম আবুধাবি। বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
ড্রাফটে নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, আল আমিন হোসেনসহ বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার।












The Custom Facebook Feed plugin