শুক্রবার ভোর থেকে মিয়ানমারের আরাকান প্রদেশের বুচিডংয়ে রোহিঙ্গা অধ্যুষিত ফুমালি আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শেষ খবন পর্যন্ত প্রচণ্ড লড়াই চলছিলো। সংঘর্ষে অনেক রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানা যায়। সেখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।
বিভিন্ন সূ্ত্রের খবরে জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর সাথে সংঘর্ষের এক পর্যায়ে আরাকান আর্মি উক্ত ফুমালি গ্রামে আশ্রয় নেয়। সে সময় মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি থেকে আর্টিলারি গানসহ ভারী অস্ত্রের গোলা বর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।
শতাধিক রোহিঙ্গা নিহত বলে অনেকে আশঙ্কা করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।
আহতদের বুচিডং হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহিংগারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এক গ্রাম হতে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করছে। অনেকে বাংলাদেশে আসার চেষ্টা করছে বলে জানা যায়।












The Custom Facebook Feed plugin