লিবিয়া থেকে অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অভিবাসী সঙ্কট নিয়ে নানা সমালোচনার মুখে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে যায়।
এর আগে গত রোববার এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটিতে ৪৭ যাত্রী ছিল। উদ্ধার করা অভিবাসীদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সবাই মূলত বাংলাদেশের নাগরিক।
দেশটির কোস্টগার্ড আরও জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামা অভিবাসীদের একটি নৌকা গত রোববার ভূমধ্যসাগরে ডুবে যায়। নৌকাডুবির ওই ঘটনায় ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।












The Custom Facebook Feed plugin