গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ইভিএমে ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি।
সকালে টঙ্গীর আহসানুল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ মন্তব্য করেন।
একইসাথে এ স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, ফলাফল যাই হোক না কেনো, তা তিনি মেনে নেবেন।
রনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। এই কেন্দ্রে তার পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে। রনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
বৃহস্পতিবার সকালে শুরু হওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। এই ভোটে মেয়র পদে লড়ছেন আট প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী।
সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী।
সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।












The Custom Facebook Feed plugin