ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩২২জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার মধ্য রাতে ইয়েমেনের রাজধানী সানায় আর্থিক সহায়তা দেওয়র এক অনুষ্ঠানে আতঙ্কিত হয়ে মানুষের ভিড়ে ৭৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েক ডজন মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া কিছু মানুষকে চিৎকার করতে দেখা গেছে।












The Custom Facebook Feed plugin