শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইসরাইলি সেনাদের বিশেষ অভিযান ঠেকিয়ে দিলো হামাস

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৯, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ

দেয়ালে পিঠ ঠেকে গেছে হামাসের। ফলে প্রতিঘাত ছাড়া কোন উপায় নেই ফিলিস্তিনের মুক্তিকামী এই সশস্ত্র গ্রুপটি। গেরিলা কায়দায় ইসরাইলের বিলিয়ন ডলাদের আইডিএফ বাহিনীকে ঘোল খাওয়াচ্ছে। হঠাৎ করেই ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়ে মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এরিই ধারাবাহিকতায় গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পরার খবর পাওয়া গেছে। হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলি সেনাবাহিনীর কয়েকজন সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

কাতারভিক্তিক আল জাজিরার সবশেষ খবর অনুযায়ী, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরাইলি সেনারা। লড়াই দক্ষিণে ছড়িয়ে পড়ায় ফিলিস্তিনি বেসামরিকরা মিসর সীমান্তের কাছাকাছি এলাকায় ছুটছে। তবে অনেকেই আশঙ্কা করছেন, রাফাহতেও ইসরাইলি বোমাবর্ষণের কারণে সেখানেও তারা নিরাপদ থাকতে পারবেন না।

হামাসের প্রতিরোধের মুখে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। উপত্যকার কোনও স্থান হামলা থেকে বাদ পড়ছে না। শুক্রবার ইসরাইলের সেনাবাহিনী বলেছে, স্থল, সাগর ও আকাশ পথে গাজায় তারা ৪৫০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর এটিই তীব্রতম হামলার দিন।

গাজার বাসিন্দা ও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। এর আগে ইসরায়েল দাবি করেছিল, এই অঞ্চলে তাদের অভিযানের লক্ষ্য প্রায় অর্জিত হয়ে গেছে। চলতি সপ্তাহে দক্ষিণাঞ্চলে নতুন অভিযান শুরু করেছিল তারা।

শুক্রবার সকালে দক্ষিণের খান ইউনিস, মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবির এবং উত্তরের গাজা সিটিতে হামলা ও তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, এক ‘জিম্মি’ সেনাকে উদ্ধারে গাজায় অভিযান চালিয়েছিল ইসরাইলের বিশেষ বাহিনী। তবে তাদের অভিযান ব্যর্থ করে দেয়া হয়েছে। এছাড়া যে সেনাকে ছাড়াতে অভিযান চালানো হয়েছিল; সেই সেনাও প্রাণ হারিয়েছেন। এমনকি অভিযানে অংশ নেওয়া কয়েকজন সেনাও আহত ও নিহত হয়েছে।

শুক্রবার, টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, নিহত ওই জিম্মি সেনার নাম সা’র বারুচ (২৫)। ইসরাইল যে জিম্মি তালিকা প্রকাশ করেছে সেখানে সা’র বারুচ নামে একজনের নাম আছে। তাদের তথ্য অনুযায়ী, তিনি একজন বেসামরিক শিক্ষার্থী। যাকে গত ৭ অক্টোবর হামলা চালিয়ে ধরে নিয়ে যায় হামাস।

হামাসের এ দাবি নিয়ে ইসরাইল সরকারের মুখপাত্র ইলন লেভিকে জানান, হামাসের এ দাবি ইসরাইলিদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ। তাই এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করবেন না। তবে গাজায় যেসব জিম্মি রয়েছেন তাদের সবার ভালো-মন্দের দায়িত্ব হামাসের বলে জানিয়েছেন তিনি।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিলো, তারা প্রথমবারের মতো দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসের প্রাণকেন্দ্রে অভিযান পরিচালনা করছে। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, এই শহর হামাসের সামরিক ও প্রশাসনিক শাসনের প্রতীক। সেনারা সন্ত্রাসীদের হত্যা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস ও অস্ত্রের অবস্থান শনাক্ত করছে। সেই সঙ্গে হামাসের শীর্ষ সামরিক কর্তাকে আটকের দাবিও করেছে ইসরাইল।

উত্তর গাজা এবং দক্ষিণের খান ইউনিস নগরী ঘিরে লড়াই বাড়তে থাকার মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ইসরায়েলের গণহারে ফিলিস্তিনিদের আটকের একটি ভিডিও। বিবিসি এই ভিডিও ফুটেজ যাচাই করেছে। এতে দেখা গেছে, আটক হওয়া ফিলিস্তিনিদের কাপড় খুলে নেওয়া হয়েছে, তাদেরকে হাটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং ইসরাইলি সেনারা তাদেরকে পাহারা দিচ্ছে।

এই ফিলিস্তিনিদেরকে গাজার উত্তরে বেইত লাহিয়ায় গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েক জনকে এরপর মুক্তি দেওয়া হয় বলে খবর পেয়েছে বিবিসি। ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন মানুষকে ফুটপাথে লাইন ধরে দাঁড় করিয়ে রেখে তাদের জুতো খুলে ফেলতে বলা হয়েছে। রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে জুতো। ইসরায়েলি সেনারা এবং সাঁজোয়া যান তাদেরকে পাহারা দিয়ে রেখেছে।

এদিকে ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) । এই পরিকল্পনায় উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত