শনিবার , ১৫ জুন ২০২৪ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঈদযাত্রায় চাপ বেড়েছে সড়কে, ট্রেনে স্বস্তি 

প্রতিবেদক
Newsdesk
জুন ১৫, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে অতিরিক্ত পরিবহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ১৩ কিলোমিটার অংশে যানবাহনে ধীরগতি।

শ‌নিবার (১৫ জুন) ভোর থে‌কে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়‌কে কোথাও যানজট আবার কোথাও ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

এছাড়া শুক্রবার সন্ধ্যা থেকে রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, নলকা ব্রিজ, হাটিকুমরুল গোলচত্বর ও সাহেবগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে দিনের মতোই রাতেও স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করতে দেখা যায়। যার ফলে শনিবার সকালেও এড়ানো গেছে ভোগান্তি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের মতো রাতেও যানবাহনের চাপ রয়েছে এই মহাসড়কে। তবে মহাসড়কের কোথাও কোনও ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আমরা ধারণা করছি, সামনে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

এদিকে, নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানামার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহন চলছে ধীর গতিতে।

এছাড়া গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে মিলগেট এলাকা ও ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশে যানবাহনের লম্বা সারি দেখা গেছে।

শুক্রবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে র‌্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে।

আইজিপি বলেছেন, ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোরবানির পশুর হাট নিয়ে তিনি বলেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ঈদ যাত্রার চতুর্থ দিনেও কমলাপুর রেল স্টেশন ও বিমানবন্দর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদ যাত্রার চতুর্থ দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের চাপ। সকাল থেকেই নির্ধারিত সময় পরপর বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ও হয়নি। যাত্রীরা বলছেন, ট্রেনের এবারের ঈদযাত্রা বেশ স্বস্তির।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত