বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে ইইউ দল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৭, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার এসেছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় তারা কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওয়ানা দেন।

ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধিদল সকাল ১১টায় উখিয়া কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তারা ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

পরে তারা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেন।

বিকেলে প্রতিনিধিরা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক