পুরোদস্তুর চালু হতে যাচ্ছে মোট্রোরেল সেবা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত অবধি মেট্রোরেল চলাচল শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে সকাল সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।
সকাল সাতটা ১০ে মিনিটে উত্তরা থেকে মেট্রোরেল ছাড়বে, আর শেষ ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যাবে রাত আটটা ৪০ মিনিটে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।












The Custom Facebook Feed plugin