রবিবার , ২৪ জুলাই ২০২২ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ওয়াশিংটনে আবারও বন্দুক হামলা, নিহত ১

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৪, ২০২২ ৭:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি।

গত মাসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ শিশু ও দুজন শিক্ষক নিহত হন।

অন্য যে কোনো ধনী দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি।

সর্বশেষ - আইন-আদালত