সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থী কারাগারে থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছালে রাত ১০টার দিকে জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন তারা।
এ সময় কারাগারে সামনে অপেক্ষায় থাকায় তাদের পরিবার নিজ জিম্মায় নিয়ে চলে যান।
এরআগে দুপুর ১টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসা গ্রেফতার শিক্ষার্থীদের জন্য আজ আমরা জামিন আবেদন করি। আদালত আমাদের কথা শুনেছেন, সরকার পক্ষের কথাও শুনেছেন। আদালত সন্তুষ্ট হয়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকার বন্ডে মুক্তি প্রদান করেছেন। এর মধ্যে দুইজন শিশু আছে, তাদের জন্যও আমরা জামিনের প্রার্থনা করেছি। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে। আমরা আজকেই শুনানি করব, আশা করছি আমরা ন্যায়বিচার পাব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ২৬ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওড়ে। বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট। এ সময় ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।












The Custom Facebook Feed plugin