বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কেন নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ?

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। তিনি বলেছেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না।

বুধবার রাতে ঢাকার গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এ ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তবে এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।

রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহযোগিতা না করায় এবং দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন না দেওয়ায় তথা দলের নেতাদের অবমূল্যায়ন করার কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদকে মনোনয়ন ফরম দিতে এদিন রাত ৯টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন জাতীয় পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও ফরম না নিলে রওশন এরশাদের আসনে কী করা হবে, সে সিদ্ধান্ত নিয়ে রেখেছে দলটি।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম  জানান, রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসনটি খালি রাখা হয়েছে। শেষ পর্যন্ত যদি তিনি দলীয় মনোনয়ন ফরম না নেন, তাহলে সেখানে দলের ময়মনসিংহ সদর উপজেলা সভাপতি আবু মো. মুসা সরকারকে প্রার্থী করা হবে। তাকে ঢাকায় থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, ম্যাডাম (রওশন এরশাদ) যে কোনো সময় ফরম নিতে আসতে পারেন। তাই আমার প্রতি নির্দেশনা ছিল সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অফিসে থাকার। কিন্তু তিনি আসেননি। তার পক্ষে কোনো লোকও আসেনি। মহাসচিবের নির্দেশে সাদ এরশাদকে সকাল থেকে অনেকবার ফোন করেছি, মেসেজ পাঠিয়েছি। কিন্তু তিনি রেসপন্স (সাড়া) করেননি।

এর আগে ২৭ নভেম্বর ২৮৯ আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করে জাতীয় পার্টি। রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন ফাঁকা রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল দলটি। বুধবার ময়মনসিংহ-৪ আসনে প্রার্থীর নাম জানায় জাতীয় পার্টি। এখানে মনোনয়ন পেয়েছেন আবু মুসা সরকার।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভুয়া সনদে বিদেশে চাকরি করতে যাওয়াদের চিহ্নিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশ কোন দিকে যাচ্ছে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর: ইসি সানাউল্লাহ্

স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না তারা ও ২৯ বছর ক্ষমতায় ছিল: শেখ হাসিনা

সাংবাদিকদের ওপর অত্যাচার সহ্য করা হবে না: আইনমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ভুয়া: এনসিপি

বিএনপি জেগে উঠবে ফিনিক্স পাখির মতো: ফখরুল

ভিসানী‌তি নিয়ে মার্কিন সহকারী সচিবের সঙ্গে আলোচনা হয়নি: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

তৃণমূল নেতা ও স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে যে দাবি জানালো বিএনপি-জামায়াত-এনসিপি

ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা