সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় বাংলাদেশে কোনো বিদেশির মাতব্বরি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা কোনো ধরনের হস্তক্ষেপ করুক- সরকার এটাও চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা চাইবো না যে, বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক কোনো ধরনের।’
‘তবে আমরা এটাও চাইবো যে, যারা আমাদের উন্নয়ন সহযোগী, তারা যদি আমাদের উন্নয়নের মহাসড়কে সহায়কের ভূমিকা পালন করে, আমরা তাদের স্বাগত জানাবো,’ বলেন মোমেন।
নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে যদি কেউ সহায়কের ভূমিকা পালন করে আমরা স্বাগত জানাবো।
‘কিন্তু আমরা মাতব্বরি করতে দেব না। আমরা বিজয়ের দেশ। যারা মাতব্বরি করবে, তাদের আমরা গ্রহণ করতে পারি না,’ সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের কাছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও কথা বলেন মোমেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হওয়ায় আমরা তাদের অগ্রাহ্য করতে পারি না। এজন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও চাই। তারা আমাদের সাহায্য করছে। আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই।
‘আমরা যদি এটা করি, আমেরিকা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে।’
আমেরিকা সব সময় বাস্তববাদী- এমন মন্তব্যও করেন একে আব্দুল মোমেন।