আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যারা চাপ সৃষ্টি করতে চেয়েছিলো তারাই এখন চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে কী পরিমান বিদেশি চাপ রয়েছে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ সরকার তা অনুধাবন করছে। এটি মোকাবিলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে একসাথে কাজ করতে হবে।
‘তবে যারা চাপ সৃষ্টি করছেন, তারা নিজেরাও চাপে আছে। আরব বসন্ত আটলান্টিকের ওপারেও আছড়ে পড়েছে,’ মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
এ সময় বিএনপির কর্মসূচি নিয়েও সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, বিরোধীদল বলতে কথা-বিবৃতি সর্বস্ব, এর বাইরে কোনো কর্মসূচি নেই।
‘বিএনপি এখন নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। নেতায় নেতায় মিল নেই। ঝিমিয়ে পড়েছে তাদের রাজনীতি,’ মন্তব্য কাদেরের।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্যই তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন।
আর আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। সেজন্য দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
উপজেলা ভোটে দরীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের বিষয়ে কাদের বলেন, স্বজন বলতে স্বামী, স্ত্রী, সন্তানের বিষয়টি দলীয় সভাপতি নির্দিষ্ট করেছেন। কেউ যেনো প্রভাব বিস্তার না করে, সে বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর অনেক স্বজনরা ক্রমাগতভাবে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। ইতোমধ্যেই গাজী গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন।
ওবায়দুল কাদের বলেন, আমার আত্মীয়ও দাঁড়িয়েছেন। কিন্তু বিষয়টি হলো, পার্টি সেক্রেটারি হিসেবে তাকে আমি সমর্থন দিচ্ছি কিনা। দলীয় নির্দেশনা অমান্য করছি কিনা, সেটা দেখার বিষয়।
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে তৃণমূলে ব্যাপক কর্মসূচি পালন করা হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।


















