উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়েছে।
পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খন্দকার মোশাররফ নিউরো জটিলতায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার সঙ্গে গেছেন সহধর্মিণী বিলকিস আক্তার ও ছেলে খন্দকার মারুফ হোসেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তার বাবা ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
এর আগে, ব্রেইন স্ট্রোক করে ১৮ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। গত আট দিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।












The Custom Facebook Feed plugin