মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবৈধভাবে বসবাসকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির সরকার। চলতি বছরের গেলো ছয় মাসে এসব অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই এক প্রতিবেদনে জানায়, গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপিনো ও মিশরের নাগরিক রয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গ্রেপ্তার অনেককে স্থানীয় আইন অনুযায়ী জেল-জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
কুয়েতের ট্র্যাফিক সচেতনতা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হায়ান বলছেন, গত মার্চ থেকে আগস্টের মধ্যে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আকামা আইন লঙ্ঘন, মাদক বেচাকেনাসহ পতিতাবৃত্তিরও অভিযোগ রয়েছে।
অ্যাটক থেকে আদিয়ালায় যাচ্ছেন ইমরানঅ্যাটক থেকে আদিয়ালায় যাচ্ছেন ইমরান
এছাড়াও ট্র্যাফিক লঙ্ঘন, ব্যক্তিগত গাড়িতে যাত্রী সেবা প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর মতোও অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ। কুয়েত প্রায় দুই লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে।












The Custom Facebook Feed plugin