ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। মঙ্গলবার বিকেলের পর গণভবন সূত্রে এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, সম্মেলনের পরবর্তী সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর।
এ মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন আগামী ৩ ডিসেম্বর। প্রধানমন্ত্রীর এ সফরের কারণেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে ছাত্রলীগের সাংগঠনিক প্রধান শেখ হাসিনার।
ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়ে আমার কিছু জানা নেই। এখনো আমার কাছে এমন কোনো ম্যাসেজ আসেনি।












The Custom Facebook Feed plugin