বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জনগণ যেকোনো মূল্যে পাতানো নির্বাচন রুখে দেবে : রিজভী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৭, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ

জনগণ যেকোনো মূল্যে পাতানো নির্বাচন রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সাজানো প্রশাসনকে দিয়ে যে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে, তা দেশের মানুষ মানে না। আন্তর্জাতিক বিশ্বও তাদের এই সাজানো নাটক দেখছে।

বৃহস্পতিবার সকালে শাহজাহানপুর সড়কে ‘ঝটিকা’ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব একথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন এতটাই দেউলিয়া হয়ে গেছে যে, আজকে তাদেরকে এরকম একটা নির্বাচন নির্বাচন খেলা করতে হচ্ছে।

তিনি বলেন, জনগণের হাজার কোটি টাকা অপচয় করে এরকম নির্বাচন করতে যাচ্ছে। এভাবে জনগণের অর্থ অপচয়ের জন্য তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। উল্লেখ্য, আজ সকালে রাজধানীর শাহজাহানপুর মোড়ে নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করেন রিজভী। মিছিলটি পীর জঙ্গি মাজারের কাছাকাছি গিয়ে শেষ হয়।

সর্বশেষ - আইন-আদালত