‘জরুরি প্রয়োজনে’ ইউক্রেনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল ভ্যালেরি জালুঝনির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এটিই তাদের প্রথম সরাসরি বৈঠক।
মঙ্গলবার ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের একটি অজ্ঞাত স্থানে তারা এই বৈঠক করেন। কয়েক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের কর্মকর্তারা নিজদের বিভিন্ন সামরিক বিষয় নিয়ে কথা বলেন।
মিলির মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেছেন, ‘দুই জেনারেল এক বছর ধরে নিয়মিত কথা বলছেন। তাদের ব্যক্তিগতভাবে দেখা করা গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে তারা একে অপরকে জানতে পেরেছেন।’
তিনি বলেন, ‘তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থা গড়ার চেষ্টা করছে সে সম্পর্কে বিশদভাবে কথা বলেছেন।’
বাটলার বলেন, আশা ছিল যে জালুঝনি এই সপ্তাহে ন্যাটো ও অন্যান্য প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য ব্রাসেলসে যাবেন। কিন্তু যখন সোমবার পরিষ্কার হয়ে গেল যে, এটা ঘটবে না। তাই মিলি ও জালুঝনি দ্রুত সীমান্তের কাছে পোল্যান্ডে দেখা করার সিদ্ধান্ত নেন।
জালুঝনি বলেছেন, তিনি মিলির সাথে মঙ্গলবার তার বাহিনীর ‘জরুরি প্রয়োজন’ রূপরেখা দিয়েছেন।
দুই নেতা গত এক বছরে ইউক্রেনের সামরিক প্রয়োজনীয়তা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে প্রায়শই কথা বলেছেন কিন্তু কখনও দেখা করেননি।
সূত্র : আল-জাজিরা।












The Custom Facebook Feed plugin